Covid19 : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা নিয়ে

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : দেশের সার্বিক করোনা পরিসংখ্যান এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে নতুন করে চিন্তা বাড়ানো শুরু করল দৈনিক মৃতের সংখ্যা। গতকালই বেশ কয়েকটি রাজ্য নিজেদের মৃতের সংখ্যার হিসাব সংশোধন করায় দেশের মৃতের পরিসংখ্যানে যোগ হয়েছিল ৪ হাজার ১০০ জন। এদিন অবশ্য মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যাটা অনেকটা নেমে গিয়েছে।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮৭ জন। আপাতত দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। সংক্রমণে কমলেও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৪ জনের।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৩ কোটি ২০ লক্ষ্যের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ৩০ লক্ষ মানুষ। এদিকে টিকাকরণে জোর দেওয়ার পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। গতকাল দেশে ৬ লক্ষের ২০ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *