কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : আবার চালু হতে চলেছে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা ।সূত্রের খবর ৩০ মার্চ বা ৪ এপ্রিল থেকে এই পরিষেবা চালু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
করোনার কারণে ২০২০ সালের ১২ মার্চের পর থেকে এই বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার করোনা সংক্রমণ কমায় ফের এই পরিষেবা চালু করা হবে। কলকাতা-ঢাকা বাস পরিষেবায় যুক্ত শ্যামলী যাত্রী পরিবহন সংস্থার তরফে জানানো হয়েছে, ফের কলকাতা ও ঢাকা যাত্রীবাহী বাস চালু করার অনুমতি পাওয়া গিয়েছে। সূত্রের খবর ৩০ মার্চ বা ৪ এপ্রিল থেকে এই পরিষেবা চালু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সরকারের থেকে অনুমতি নেওয়ার পর রাজ্য পরিবহন দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই ছাড়পত্র মিললেই দুই দেশের মধ্যে বাস পরিষেবা চালু হয়ে যাবে। প্রতিদিন সকাল সাতটায় সল্টলেকের করুণাময়ী থেকে ঢাকার উদ্দেশে বাস ছাড়বে। শ্যামলী পরিবহনের তরফে কলকাতা থেকে সোম, বুধ, শুক্রবার করে বাস চালানো হবে। আর ঢাকা থেকে মঙ্গল, বৃহস্পতি, শনিবার করে কলকাতার উদ্দেশে সেটি রওনা দেবে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) কলকাতা থেকে মঙ্গল, বৃহস্পতি, শনিবার করে বাস চালাবে ও সোম, বুধ, শুক্রবার করে বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে। সপ্তাহে তিনদিন করে কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চলবে।
প্রসঙ্গত, কলকাতা-ঢাকার মধ্যে প্রথম বাস পরিষেবা চালু হয় ১৯৯৯ সালের ১৯ জুন। ২০১৫ সাল থেকে কলকাতা-আগরতলা রুটেও বাস চলছে।