ওয়াশিংটন, ২৭ মার্চ (হি.স.) : আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া ভাষায় আক্রমণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিগত এক মাসেরও বেশি সময় ধরে চলছে। সেই যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার কথা আগেই জানিয়েছে আমেরিকা। বেশ কয়েকবার রাশিয়াকে যুদ্ধ থামানোর অনুরোধ করা হলেও সেই আর্জিতে সহমত হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যখন রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন তখনই রুশ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ডাক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।
শনিবার ওয়ার্সোর রাজপ্রাসাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জো বাইডেন বলেন, পুতিন কসাইয়ের মতো আচরণ করছেন। ওই মানুষটা কোনও ভাবেই আর ক্ষমতায় থাকতে পারে না। ইউক্রেনের উপরে রাশিয়ার এই সামরিক অভিযান আসলে মস্কোর কূটনৈতিক ব্যর্থতা বলেই দাবি করেন বাইডেন। এর আগেও রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী, ঠগ বলেও অ্যাখা দিয়েছিলেন বাইডেন।
হিন্দুস্থান সমাচার / সঞ্জয়