Elephant : রাসায়নিক খেয়েই মৃত্যু! জলপাইগুড়িতে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য

জলপাইগুড়ি, ২৭ মার্চ (হি.স.) : লোকালয়ে সবজি খেতের পাশ থেকে উদ্ধার হল হাতির মৃতদেহ। রবিবার সকালে জলপাইগুড়ির বৈকন্ঠপুর বনবিভাগের অন্তর্গত মহারাজ ঘাট এলাকায় একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির দেহ উদ্ধার হয়। তার দেহের পাশ থেকে রাসায়নিক সার ভরতি ব্যাগও পাওয়া গিয়েছে। রয়েছে বিদ্যুতের তারও । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন সংলগ্ন তিস্তার চর এলাকায় ব্যাপকহারে সবজি চাষ হয়। খাদ্যের সন্ধানে প্রায় দিনই বুনো হাতি ওই এলাকায় হানা দেয়। অনেক চাষিই জমির ফসল হাতির হাত থেকে বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখেন বলে অভিযোগ। রবিবার একটি লাউ খেতের পাশে হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই জমিতে রাসায়নিক সার ভর্তি বস্তা পড়ে রয়েছে। পাশে রয়েছে বিদ্যুৎবাহী তার। তাই বিষক্রিয়ায় হাতির প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার আগে হাতির মৃত্যুর কারণ নিয়ে মুখ খুলতে নারাজ বনদফতরের আধিকারিকরা।

বৈকুণ্ঠপুর বনবিভাগের এডিএফও মঞ্জুলা তির্কি জানান, তদন্ত চলছে। কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এর আগে ওই একই এলাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। জমিতে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে বনদফতর। এক্ষেত্রে তেমনই কোনও পরিকল্পিত চক্রান্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে বনদফতর। বৈকন্ঠপুর বনবিভাগের সহকারী বনাধিকারিক মঞ্জুলা তিরকে জানান, “হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ওই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *