বুদগাম, ২৭ মার্চ (হি.স.) : ফের কাশ্মীরে জঙ্গি হামলা। শনিবার রাতে বুদগাম জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক পুলিশ আধিকারিক। গুরুতর আহত তাঁর ভাই। ঘটনার পরই ঘিরে ফেলা হয়েছে এলাকা। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই ঘটনার পরে।
জানা গিয়েছে, নিহত এসপিওর নাম ইশফিক আহমেদ দার। তিনি ও তাঁর ভাই উমর আহমেদ দার বুদগামের ছাতাবাগের বাসিন্দা। গতকাল, শনিবার রাতের দিকে তাঁদের উপরে গুলি চালায় জঙ্গিরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দ্রুত দু’জনকেই নিকটবর্তী এসকেআইএমএস বেমিনা শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইশফিককে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। উমরের অবস্থা সংকটজনক। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।