নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : প্রায় দুবছর পর আজ রবিবার থেকে নিয়মিত বেসরকারি আন্তর্জাতিক উড়ান পুনরায় চালু হতে চলেছে।
মরিশাস, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাক এবং অন্যান্য সহ ৪০ টি দেশের মোট ৬০টি বিদেশী এয়ারলাইনকে অনুমোদন দেওয়া হয়েছে।
করোনার জেরে প্রায় দু’বছর বন্ধ থাকার পর শনিবার রাত ১২-টা থেকে ভারতে নিয়মিত আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু হচ্ছে। ২০২০-র মার্চে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক নিয়মিত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে, বিভিন্ন দেশের সঙ্গে এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায় যাত্রী উড়ান পরিষেবা চালু ছিল। চলাচল করেছে পণ্যবাহী বিমান। অবশেষে শনিবার রাত ১২-টা থেকে ভারতে নিয়মিত আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু হচ্ছে। নিয়মিত আন্তর্জাতিক উড়ান চলাচল শুরু হলেও মেনে চলা হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা।