মালদা, ২৭ মার্চ (হি.স.) : রামপুরহাটের বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে অস্ত্র উদ্ধারে গোটা রাজ্যে চলছে পুলিশি অভিযান । এমনই এক পুলিশি অভিযানে মালদা জেলা ইংরেজবাজার থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করল বামনগোলা থানার পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় মালদার বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। শ্রীপুর শিবমন্দির এলাকা থেকে এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মিলন মণ্ডল (২৫)। বাড়ি বামনগোলা ব্লকের জগদলা পঞ্চায়েতের গুয়াবারি এলাকায়। পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস জানান, জগদলা পঞ্চায়েতের শ্রীপুর শিবমন্দির এলাকায় ওই যুবককে একা ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে আটক করে তল্লাশি চালিয়ে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। রবিবার ধৃতকে জেলা আদালতে পেশ করা হয়।