আগরতলা, ২৬ মার্চ (হি. স.) : ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সাংগঠনিক তৎপরতা আরো বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে শনিবার পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনের আইসিসির সাধারণ সম্পাদিকার উপস্থিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দলীয় প্রার্থী দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেস দল অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এআইসিসির সাধারণ সম্পাদিকা বলেন, দলীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। অতীতের যাবতীয় মলিনতা কাটিয়ে দলীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই দলীয় নেতৃত্ব অগ্রসর হচ্ছেন। উপনির্বাচন এবং ভিলেজ কমিটির নির্বাচনে কংগ্রেস দল আশানুরূপ ভালো ফলাফল করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।