নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): গুজরাটের জামনগরে গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই চুক্তি স্বাক্ষরে খুশি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনন্দিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াও। প্রধানমন্ত্রী শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, ভারতের পরম্পরাগত ওষুধ ও সুস্থতার অনুশীলন বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কেন্দ্রটি সমাজে সুস্থতা বাড়াতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, “ভারতের জ্ঞানে বিশ্বের কল্যাণ। ভারতের পরম্পরাগত ওষুধ, আয়ুর্বেদ সমগ্র বিশ্বে অনন্য স্থান অর্জন করেছে। গুজরাটের জামনগরে স্থাপিত হতে চলা হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন বৈশ্বিক সমাজকে উপকৃত করবে এবং এর ফলে পরম্পরাগত ওষুধের বিস্তার হবে।