আগরতলা, ২৬ মার্চ : শনিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা সরকারি গ্রুপ ডি কর্মচারী সমিতির ২৫ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রস্তাব গৃহীত হয়। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র পাল বিভিন্ন দাবি সনদ তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ২০১৮ পেনশন স্কিম চালু করার যে উদ্যোগ গ্রহণ করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই নয়া পেনশন স্কিম প্রত্যাহার করে আগের মত পেনশন স্কিম অব্যাহত রাখার জন্য তিনি দাবি জানিয়েছেন।
এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দায়িত্ব পালনের জন্য তিনি অনুরোধ জানান। সংগঠনের নেতা আরো বলেন, যেভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধি ঘটে চলেছে তাতে সাধারণ কর্মচারী সহ-সাধারণ অংশের মানুষজন জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানানো হয়।
সরকার এসব দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংগঠন বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।