ধর্মনগর, ২৫ মার্চ : রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শুক্রবার ধর্মনগর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ধর্মনগর কংগ্রেস অফিসের সামনে থেকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
বিক্ষোভে সামিল হয়ে মহিলা কংগ্রেস নেতৃবৃন্দ অভিযোগ করেন বর্তমান সরকারের আমলে বিশেষ করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে মহিলারা জটিল সমস্যায় পড়েছেন। নিম্নআয়ের বহু পরিবার রান্নার গ্যাস সংগ্রহ করতে পারছেন না। এছাড়া পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে একদিকে যেমন সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, অন্যদিকে দ্রব্যমূল্য ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে। অবিলম্বে রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।
কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে মহিলা কংগ্রেস সহ কংগ্রেসের অন্যান্য সংগঠনগুলো বৃহত্তর আন্দোলনে শমিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।