Yogi Adityanath: যোগী আদিত্যনাথের শপথ অনুষ্ঠানের আগে গোরক্ষনাথ মঠে বিশেষ ‘পূজা’

গোরক্ষপুর, ২৫ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশে দ্বিতীয় মেয়াদে যোগী আদিত্যনাথের শপথগ্রহণ অনুষ্ঠানের আগে শুক্রবার গোরক্ষপুরের গোরক্ষনাথ মঠের প্রধান পুরোহিত একটি বিশেষ ‘পূজা’ পরিবেশন করেন। যোগী আদিত্যনাথের জন্য মন্দিরে প্রধান পুরোহিত যোগী কমল নাথ একটি বিশেষ “আরতি”ও পরিবেশন করেন। প্রসঙ্গত, আদিত্যনাথ গোরখপুর মঠেরও মহন্ত ছিলেন।

আদিত্যনাথ ১৯৯৮ সালে গোরখপুর লোকসভা কেন্দ্র থেকে সর্বকনিষ্ঠ সাংসদ হয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। আদিত্যনাথ ২০১৭ সাল পর্যন্ত গোরখপুর লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন যখন তিনি রাজ্য নির্বাচনে বিজেপি বিপুল বিজয়ের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। গোরখপুর সদর আসনটি বিজেপির একটি ঘাঁটিও ছিল।
প্রসঙ্গত, আদিত্যনাথ একজন সন্ন্যাসী-রাজনীতিবিদ, তাঁর প্রথম বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর আরবান আসন থেকে ১,০৩,৩৯০ ভোটের ব্যবধানে জিতেছেন। আজ বিকাল ৪টায় লখনউয়ের একনা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আদিত্যনাথ।