Delhi Police : নাসিক থেকে জমি মাফিয়াকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

নাসিক, ২৫ মার্চ (হি.স.) : দিল্লি পুলিশ মহারাষ্ট্রের নাসিক থেকে এক কুখ্যাত জমি মাফিয়াকে গ্রেপ্তার করেছে। তার গ্রেফতারিতে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

অভিযুক্ত পীযূষ তিওয়ারি ওরফে পুনীত ভরদ্বাজকে আদালত ঘোষিত অপরাধী ঘোষণা করেছে। নয়ডা, উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দায়ের করা ৩০টিরও বেশি প্রতারণার মামলায় সে ওয়ান্টেড অপরাধী ছিল।
৪২ বছর বয়সী এই যুবকের বিরুদ্ধে উত্তর প্রদেশের নয়ডায় ফ্ল্যাট বরাদ্দের অজুহাতে প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে এবং প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে তার স্ত্রী শিখা সহ জেলে বন্দী করা হয়েছে।

তদন্তের সময় পুলিশ জানতে পেরেছিল যে তিওয়ারি, নয়ডা থেকে পালিয়ে যাওয়ার পরে মহারাষ্ট্রের নাসিকে পুনীত ভরদ্বাজ নামে একটি ভুয়ো নাম নিয়ে বসবাস করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *