লখনউ, ২৫ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীযোগী আদিত্যনাথ এবং তার মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে লক্ষ্ণৌ পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে উত্তর প্রদেশে দ্বিতীয়বারের মতো সরকার গঠনের দাবি তুলেছিলেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। আদিত্যনাথ বিজেপি বিধানসভা দলের নেতা নির্বাচিত করার পরে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে লক্ষ্ণৌর অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে হাজার হাজার মানুষ ভিড় করেছিল। আদিত্যনাথ তার পুরো পাঁচ বছরের মেয়াদ শেষ করার পর টানা দ্বিতীয় মেয়াদে আজ শপথ নিতে প্রস্তুত।
শপথ অনুষ্ঠান শুরুর আগে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, কমলা ও হলুদ রঙের মালা দিয়ে সাজানো।
মঞ্চের নীচে “নতুন ভারতের নতুন উত্তর প্রদেশ” লেখা একটি পোস্টারও প্রদর্শিত হয়েছে।