Sher Bahadur Deuba: ১-৩ এপ্রিল ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী, কথা বললেন মোদীর সঙ্গে

কাঠমান্ডু, ২৪ মার্চ (হি.স.): আগামী এপ্রিল মাসে তিন-দিনের সফরে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ভারতে তাঁর সফর শুরু হবে ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল ভারত সফর শেষে তিনি নেপালে ফিরে যাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন নেপালের প্রধানমন্ত্রী, সেই আমন্ত্রণ গ্রহণ করেই ১-৩ এপ্রিল ভারত সফরে আসছেন দেউবা।

কাঠমান্ডুতে চিনের বিদেশমন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়াং ই-র তিন-দিনের সফর শেষ করার পরপরই ভারতে দেউবার এই সফর। ওয়াং ২৫ মার্চ কাঠমান্ডু সফরে আসছেন এবং ২৭ মার্চ চিনে ফিরে যাবেন। সফর সূচি অনুযায়ী, ১ এপ্রিল দিল্লিতে যাবেন দেউবা, ২ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন তিনি। ৩ এপ্রিল তিনি নেপাল ফিরে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *