Protest : ঠিকা-ভিত্তিক টেট শিক্ষকদের প্রতিবাদী বিক্ষোভে উত্তাল গোটা রাজ্যের সঙ্গে গুয়াহাটি, গ্রেফতার শতাধিক

গুয়াহাটি, ২৪ মার্চ (হি.স.) : ঠিকা-ভিত্তিক টেট শিক্ষকদের প্রতিবাদী বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য। বাদ পড়েনি গুয়াহাটির কাহিলিপাড়া এলাকা। শতাধিক বিক্ষোভকারী মহিলা-পুরুষ টেট শিক্ষকদের গ্রেফতার করেছে পুলিশ।


আজ বৃহস্পতিবার সকালে সর্বশিক্ষায় নিয়োজিত রাজ্যের প্রায় ৪০ হাজার ঠিকা-ভিত্তিক টেট শিক্ষক গুয়াহাটিতে এসেছিলেন। তাঁদের প্ৰাপ্য আদায়ের দাবিতে কাহিলিপাড়ায় অবস্থিত সৰ্বশিক্ষা অভিযান মিশনের কাৰ্যালয় ঘেরাও কর্মসূচি নিয়ে দলে দলে শিক্ষকরা জমায়েত হতে থাকেন। কিন্তু শিক্ষকদের এ ধরনের প্ৰতিবাদী কর্মসূচিকে বানচাল করতে পুলিশ প্রশাসন আগে থেকেই সতর্ক ছিল। প্রতিবাদী কর্মসূচি শুরু করার আগে, সৰ্বশিক্ষা অভিযান মিশনের কাৰ্যালয়ের কয়েকশো গজ দূরে বিক্ষোভ প্রদর্শনকারী টেট শিক্ষকদের আটক করে বাসে তুলে নিয়ে যেতে শুরু করে পুলিশের দল।


কেবল কাহিলিপাড়াতেই নয়, গুয়াহাটি মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশ গড়ে তুলেছিল নিশ্ছিদ্র বেষ্টনী। এছাড়া গুয়াহাটি, বরপেটা, লামডিং, যোরহাট ইত্যাদি রেলস্টেশনেও প্রতিবাদী অসংখ্য শিক্ষককে আটকে রাখা হয়। এছাড়া ধেমাজি, লখিমপুর, যোরহাট প্রভৃতি স্থান থেকে বাসে আগত শিক্ষকদের গুয়াহাটির প্রবেশদ্বারে রুখে দিয়েছে পুলিশ।


উল্লেখ্য, সৰ্বশিক্ষা কৰ্তৃপক্ষের সঙ্গে তাঁদের চাকরিকরণ, অন্য শিক্ষকদের সমহারে বেতন প্রদান, মহার্ঘ্য ভাতা ইত্যাদি নিয়ে টেট শিক্ষকদের আলোচনা ব্যৰ্থ হওয়ার প্রতিবাদে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ তাঁরা বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হাতে নিয়েছিলেন টেট শিক্ষকরা। তাঁরা আগামী ৩১ মার্চের মধ্যে তাঁদের দাবি পূরণ করতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রমোজ পেগুকে সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথা তাঁদের আন্দোলন আরও তীব্র হয়ে উঠবে বলে হুংকার দিয়েছেন বিক্ষোভকারীরা।