আতঙ্কে গ্রাম ছাড়ছে একাধিক পরিবার, এখনও থমথমে রামপুরহাটের বগটুই

রামপুরহাট, ২৩ মার্চ (হি.স.): বাতাসে থেকে গিয়েছে পোড়া গন্ধ, অজানা আতঙ্ক তো রয়েছেই। সোমবার রাতের অগ্নিকাণ্ডের পর অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও থমথমে রয়েছে রামপুরহাটের বগটুই গ্রাম। আতঙ্কে নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বগটুই গ্রামের বাসিন্দারা। বুধবার সকালে দেখা গিয়েছে চোখের জল ফেলতে ফেলতে গ্রামছাড়া হওয়ার দৃশ্য।

সোমবার রাতে ভাদু শেখ খুন এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহের রেশ এখনও তাজা। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের পরিবার বগটুই গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে আগেই। একই ভাবে গ্রাম ছাড়ছে আরও একাধিক পরিবার। দিনের আলো ফুটলেও, আতঙ্ক পিছু ছাড়েনি। সকলের মনে একটাই প্রশ্ন, ফের এমন ঘটনা হবে না তো?

মঙ্গলবার রাতেই বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সমাধিস্থ করা হয় আগুনে ঝলসে মৃত্যু হওয়া ৮ জন গ্রামবাসীকে। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দলও কাজ শুরু করে দিয়েছে। বীরভূমের ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে শিশু অধিকার কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *