নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): মঙ্গলবার ও বুধবার, পরপর দু’দিন দেশে বেড়েছে পেট্রোল ও ডিজেলের মূল্য। মঙ্গলবার বেড়েছিল রান্নার গ্যাসের দামও। গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবারও সংসদে বিক্ষোভ দেখালেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। শুধুমাত্র সংসদের ভিতরে নয়, সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।
বুধবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পরই মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভা ও রাজ্যসভায় স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। বিরোধীদের হইহট্টগোলের কারণে দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিন সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশের বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, কে সি বেণুগোপাল প্রমুখ। রান্নার গ্যাসের দাম কমানোর দাবি জানাতে থাকেন তাঁরা।