নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): ভারতীয় অর্থনীতির প্রধান অঙ্গ হয়ে উঠেছে সিভিল এভিয়েশন ইন্ডাস্ট্রি। লোকসভায় বললেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বুধবার লোকসভায় সিন্ধিয়া বলেছেন, “আগে শুধুমাত্র বড় শহরেই বিমানবন্দর থাকত, কিন্তু এখন তা সম্পূর্ণ বদলে গিয়েছে। এই কারণেই সিভিল এভিয়েশন ইন্ডাস্ট্রি ভারতের অর্থনীতির একটি প্রধান অঙ্গ হয়ে উঠেছে। এই ক্ষেত্রে কর্মসংস্থানের পরিমাণও ব্যাপক।”
মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, বিশ্বের অন্যান্য সমস্ত দেশে, মাত্র ৫ পাইলটই মহিলা। ভারতে ১৫ শতাংশের বেশি পাইলট মহিলা। এটি মহিলাদের ক্ষমতায়নের আরেকটি উদাহরণ। বিগত ২০-২৫ বছরে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন হয়েছে।