হায়দরাবাদ, ২৩ মার্চ (হি.স.): তেলেঙ্গানার হায়দরাবাদের ভোইগুড়ায় লোহা ও প্লাস্টিকের বাতিল সামগ্রীর দোকানে (গুদাম) বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন মোট ১১ জন পরিযায়ী শ্রমিক। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বিহারের বাসিন্দা ১১ জন শ্রমিকের, মাত্র একজন প্রাণে বেঁচে গিয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করার পর পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকদের বাড়ি বিহারে। সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের কাছে ঘিঞ্জি এলাকায় আবাসিক কলোনিতে অবস্থিত ওই বাতিল সামগ্রীর দোকানটি। মঙ্গলবার রাতে ওই দোকানের উপরের তলায় ঘুমিয়ে ছিলেন মোট ১২ জন শ্রমিক।
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার ভোর চারটে নাগাদ সম্ভবত আগুন লাগে ওই দোকানে। গান্ধীনগর স্টেশন হাউস অফিসার মোহন রাও জানিয়েছেন, ১২ জনের মধ্যে একজন প্রাণে বেঁচে গিয়েছেন। দমকলের সাহায্যে আগুন নেভানো সম্ভব হয়, মৃত্যু হয়েছে ১১ জন শ্রমিকের। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। হায়দরাবাদের জেলাশাসক এল শরমন জানিয়েছেন, বুধবার ভোর চারটে নাগাদ আগুন লাগে। দমকল কর্মীর দ্রুত পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। ১১ জনের মৃত্যু হয়েছে এবং একজন বেঁচে গিয়েছেন। তদন্তের পরই বিস্তারিত জানানো সম্ভব হবে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, দমকলের আটটি ইঞ্জিনের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় সকাল সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে পুড়ে যাওয়া ১১টি দেহ উদ্ধার হয়েছে, দগ্ধ অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন একজন কর্মী। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী টি শ্রীনিবাস যাদব। তিনি সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
শোকস্তব্ধ প্রধানমন্ত্রী, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
হায়দরাবাদ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, হায়দরাবাদে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে দেওয়া হবে ২ লক্ষ টাকা করে।
দুঃখপ্রকাশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর
আগুনে বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিহত শ্রমিকদের দেহ তাঁদের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।