আগরতলা, ২২ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গে বীরভুম জেলায় রামপুরহাটে নির্মম হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
আজ এক টুইট বার্তায় তিনি লেখেন, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে সংঘটিত সহিংসতায় নিরীহ মানুষের হৃদয় বিদারক মৃত্যুর তীব্র নিন্দা করছি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। শোকাহত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।
প্রসঙ্গত, তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রামপুরহাট। তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাতে মোট ১০ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে দমকল। এই মুহুর্তে থমথমে হয়ে রয়েছে গ্রাম, এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
এদিকে, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে, জানালেন বীরভূমের পুলিশ সুপার। উপপ্রধান খুনের পরেই তাঁর অনুগামীদের এলাকায় তাণ্ডব শুরু হয়েছে বলে দাবি স্থানীয় সূত্রের।