আগরতলা, ২২ মার্চ : রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। প্রতিদিনই রাজ্যের কোন না কোন স্থানে পথ দুর্ঘটনায় প্রাণহানি এবং জখম হওয়ার খবর মিলছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে পরিবারের কোনো সদস্য বাড়ি থেকে বের হয়ে গিয়ে পুনরায় বাড়িতে ফিরে না আসা পর্যন্ত পরিবারের লোকজনরা নিশ্চিত হতে পারছেন না।
ফটিকরায় থানার তরুণী নগর এলাকায় পথ দুর্ঘটনায় এক জনের মর্মান্তিক মৃত্যুর খবর মিলেছে। মৃত ব্যক্তির নাম অনির্বাণ মজুমদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছিল অনির্বাণ মজুমদার। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তরুণী নগর সহ পার্শ্ববর্তী এলাকা গুলিত গভীর শোকের ছায়া নেমে আসে।
এদিকে ধলাই জেলার সালেমা থেকে শান্তিরবাজার যাওয়ার পথে মঙ্গলবার একটি বাইক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাইক দ্রুত বেগে এসে অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তাতে অটোরিকশাটি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। অটো চালক সহ মোট ছয় জন গুরুতর ভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে সালেমা হাসপাতলে নিয়ে যায়।
সেখান থেকে তাদেরকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে জেলা হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে যে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন তারা হলেন অটোচালক উত্তম দাস এবং অটোযাত্রী সুষমা দাস, শেফালী দাস ও ঊষা রানী দাস। ঘটনার পর বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন বাইক চালক এর দ্রুতগামীতা এবং অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।