একের পর এক মৃতদেহ উদ্ধার, অগ্নিগর্ভ রামপুরহাট

বীরভূম, ২২ মার্চ (হি. স.) : তৃণমূল নেতা খুনের পর অগ্নিগর্ভ হয়ে উঠেছে রামপুরহাট। বেশ কয়েকজনের জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক কালে রাজ্যের সব থেকে বড় রাজনৈতিক সংঘর্ষ জনিত হত্যা। বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে ১২ জন কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও স্থানীয় সূত্রে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের বদলা নিতে ১২ জনকে পুড়িয়ে মারার অভিযোগ। আহত হয়েছেন আরো ৩৭ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সূত্রের খবর, ৪০টি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত। তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বললেন টিভি ফেটে আগুন! দমকল সূত্রে খবর, সোমবার রাতে তিন জনের ঝলসানো মৃতদেহ উদ্ধারের পর মঙ্গলবার সকালে আরও সাত জনের দেহ উদ্ধার হয়েছে। সাত জন একটি বাড়িতেই ছিলেন। বকটুইতে পর পর বাড়িতে আগুন। অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করে দমকল।
সোমবার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তাঁর বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল দুষ্কৃতী। ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন। তারপর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই গ্রাম। এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি আয়ত্বে রাখতে বাড়তি পুলিশ বাহিনী পাঠানো হয়েছে।