Naftali Bennett: মোদীর আমন্ত্রণ গৃহীত, ৩-৫ এপ্রিল ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আগামী ৩ থেকে ৫ এপ্রিল ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনেট। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ভারতে সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই নাফতালি বেনেটের প্রথম ভারত সফর।

এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক উচ্চপদস্থ কর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, বেনেট ও মোদীর মধ্যে অর্থনীতি, গবেষণা, উন্নয়ন-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। বেনেট জানিয়েছেন, সাইবার নিরাপত্তা, জাতীয় সুরক্ষা, পরিবেশ রক্ষা-সহ একাধিক ক্ষেত্রে দু’দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ভারত-ইজরায়েল সম্পর্ক মজবুত করতে এ দেশে আসছেন বেনেট।