খোয়াই, ২২ মার্চ : খোয়াইয়ের বন বাজার এলাকায় গতকাল গভীর রাতে শাসক দল বিজেপির পার্টি অফিসে দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। কে বা কারা এ অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করেছে এ ব্যাপারে কেউ নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না।
শাসকদল অভিযোগ করেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করা হয়েছে। এ ব্যাপারে চাম্পাহাওয়ার থানায় বিজেপি দলের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বনবাজারে বিজেপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার এর কোনো সংবাদ নেই। এদিকে শাসক দলের নেতৃবৃন্দ অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
—