Narendra Modi: সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে বিহারের: রাষ্ট্রপতি; সার্বিক মঙ্গল কামনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): বিহার দিবস উপলক্ষ্যে বিহারের সমস্ত নাগরিককে হার্দিক অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উন্নয়নের নতুন নতুন রেকর্ড গড়তে থাকুক বিহার, এই কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯১২ সালের ২২ মার্চ বিহারের গঠন হয়েছিল। মঙ্গলবার টুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “বিহার দিবসে সে রাজ্যের নাগরিকদের শুভেচ্ছা! বিহারের একটি গৌরবময় অতীত এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এখানকার পরিশ্রমী ও মেধাবীরা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিহারের রাজ্যপাল হিসেবে আমি সেখানকার মানুষের কাছ থেকে অগাধ স্নেহ পেয়েছি। এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।”

বিহার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, বিহারের সার্বিক মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিহারের সমস্ত ভাই ও বোনেদের বিহার দিবসের শুভেচ্ছা। ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এই রাজ্যটি উন্নতির নতুন রেকর্ড গড়তে থাকুক, এটাই কামনা করছি।”