অসম : পবিতরা অভয়ারণ্যে শুরু গণ্ডার শুমারি, ওরাং জাতীয় উদ্যানে নতুন ২৪ সহ মোট এক শৃঙ্গের সংখ্যা বেড়ে ১২৫

মরিগাঁও, গুয়াহাটি, ২২ মার্চ (হি.স.) : পূর্ব নির্ধারিত সূচি অনুয়ায়ী আজ মঙ্গলবার থেকে মায়ঙের পবিতরা অভয়ারণ্যে শুরু হয়েছে গণ্ডার শুমারি, ২০২২। আগামীকাল বুধবার পর্যন্ত চলবে সাতটি ব্লকে গণ্ডার গণনার কাজ। শুমারি চলাকালীন পবিতরা অভয়ারণ্যের ভিতরে পৰ্যটকদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে, জানিয়েছেন কর্তৃপক্ষ।


আজ সকালে অভয়ারণ্যের সাতটি ব্লকে হাতির পিঠে চড়ে গণ্ডার গণনার কাজ শুরু করেছেন বন কর্তারা। ২০১৮ সালে অভয়ারণ্যে গণনা করে ১০২টি গণ্ডারের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল৷ আগামীকাল গণনা শেষে সর্বশেষ তথ্য প্ৰকাশ করবে বন বিভাগ।
প্ৰসঙ্গত, গত রবিবার ২০ মাৰ্চ থেকে দুদিন দরং এবং শোণিতপুর জেলার বুক চিরে ধাবিত ব্ৰহ্মপুত্ৰ নদের উত্তর পাড়ে অবস্থিত ওরাং জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ১৪-তম গণ্ডার শুমারি। জানা গেছে, সদ্যসমাপ্ত শুমারিতে ২৪টি গণ্ডার বেশি পাওয়া গেছে। এতে ওরাং জাতীয় উদ্যানে গণ্ডারের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *