নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): উত্তর আন্দামান সাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। সোমবার রাতের মধ্যেই গভীর নিম্নচাপটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সোমবার দুপুরে ভারতীয় আবহাওয়া দফতরের আবহবিদ আর কে জেনামানি জানিয়েছেন, রাত বারোটার মধ্যেই গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এরপর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান ও নিকোবরের পূর্ব দিকে অগ্রসর হবে।
আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের শঙ্কায় আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর-সহ সমস্ত সামুদ্রিক অঞ্চলে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। উত্তর আন্দামানে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিকোবরে খুব বেশি বৃষ্টিপাত হবে না। এই পূর্বাভাস পরবর্তী ৩৬ ঘন্টার জন্য। সিনিয়র আবহবিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, উত্তর আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিগত ৬ ঘন্টায় ২০ কিলোমিটার প্রতিঘন্টা গতিতে এগিয়েছে। এটি এখন উত্তর আন্দামান সাগর এবং পার্শ্ববর্তী বঙ্গোপসাগরের উপর অবস্থিত, দূরত্ব পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে।