Mallikarjun Kharge: এআইএমআইএম বিজেপির ‘বি টিম’ বলে কটাক্ষ মল্লিকার্জুন খড়গে-র

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-র সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করে এআইএমআইএম বিজেপির “বি-টিম” হিসাবে কটাক্ষ করলেন রাজ্যসভায় বিরোধী দলের নেতা তথা কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খারগে।

সোমবার তিনি বলেন, “কংগ্রেস এখনও (জোটের) কোনো প্রস্তাব পায়নি।”
দলের মধ্যে জোটের জন্য একটি কৌশল নির্ধারণ করা হয়। ধর্মনিরপেক্ষ দলগুলিকে পরাজিত করার চেষ্টা করে এমন দলগুলি থেকে সতর্ক থাকা দরকার।”

খড়গে আরও অভিযোগ করেন, এআইএমআইএম বিজেপির নির্দেশে কাজ করছে। শিবসেনা এআইএমআইএমকে বিজেপির “বি দল” হিসাবে অভিহিত করার পরেও এআইএমআইএম-র সঙ্গে জোটের সুযোগ প্রত্যাখ্যান করার পরে তিনি মন্তব্য করেছেন।
এর আগে, শিবসেনা নেতা সঞ্জয় রাউতও মহা বিকাশ আঘাদি (এমভিএ)-র সঙ্গে এআইএমআইএম-র জোটের সম্ভাবনা অস্বীকার করে বলেছিলেন, “যারা আওরঙ্গজেবের কবরের সামনে মাথা নত করে তারা মহারাষ্ট্রের আদর্শ হতে পারে না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *