চন্ডীগড়, ১৭ মার্চ (হি.স.): অবশেষে মুখ খুললেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি নভজ্যোৎ সিং সিধু। থুড়ি মুখ নয়, টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করেছেন সিধু। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে মনে করিয়ে দিয়েছেন পঞ্জাব থেকে মাফিয়া রাজ নির্মূল করার কথা। সিধু টুইট করে লিখেছেন, “সবচেয়ে সুখী মানুষ সেই যার কাছ থেকে কেউ কিছু আশা করে না।”
সিধু টুইটে আরও লিখেছেন, ভগবন্ত মান পঞ্জাবে একটি নতুন মাফিয়া-বিরোধী যুগ উন্মোচন করেছেন, প্রত্যাশার পাহাড় নিয়ে …আশা করছি তিনি সফল হবেন, জনগণের স্বার্থে নীতির সঙ্গে পঞ্জাবকে পুনরুজ্জীবনের পথে ফিরিয়ে আনবেন…সর্বদা সর্বোত্তম।” উল্লেখ্য, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে ইতিমধ্যেই পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন সিধু।