Arvind Kejriwal: কেউ ঘুষ চাইলে প্রত্যাখ্যান নয়, রেকর্ড করে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে পাঠান : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): পঞ্জাবে আর চলবে না দুর্নীতি, আগামী ২৩ মার্চ পঞ্জাবে চালু হচ্ছে দুর্নীতি-বিরোধী হেল্পলাইন। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করা যাবে অভিযোগ। পঞ্জাব সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতি-বিরোধী হেল্পলাইনের বিষয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ঘোষণার পরই ডিজিটাল সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানিয়েছেন, “পঞ্জাবে দুর্নীতির বিরুদ্ধে আম আদমি পার্টি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। পঞ্জাবে আর দুর্নীতি চলবে না।”

কেজরিওয়াল জানিয়েছেন, “যখন কেউ আপনার কাছে ঘুষ চাইবে তখন না বলবেন না, বরং কথোপকথন রেকর্ড করুন এবং ভিডিও/অডিওটি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। আমরা আপনাকে আশ্বস্ত করছি অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন বলেছেন, “পঞ্জাবে কেউ আপনাদের কাছ থেকে ঘুষ চাইলে, প্রত্যাখ্যান করবেন না। একটি ভিডিও/অডিও রেকর্ডিং করুন এবং সেই নম্বরে পাঠান। আমার অফিস তদন্ত করবে এবং কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না।”