নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : জাতীয় টিকা দিবসে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার দেশের ‘স্বাস্থ্য সেবাকর্মী’ -কে একটি গানও উৎসর্গ করেছেন।
এদিন থেকে শুরু হয়েছে নতুন করে কোভিডের টিকাকরণ। দেশজুড়ে এদিন ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া ষাটোর্ধ্ব বয়সেদের বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক আজ এক বিবৃতিতে বলেছে, দ্বিতীয় টিকা দেওয়ার তারিখের ৯ মাস (৩৬ সপ্তাহ) পরে সতর্কতা ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
আজ হিন্দিতে একটি টুইটে স্বাস্থ্যমন্ত্রী একটি গান লিখেছেন। এই গানটি উৎসর্গ করা হয়েছে আমাদের স্বাস্থ্য বাহিনীর সুবর্ণ প্রচেষ্টা এবং অটল সাহসিকতার জন্য। তাদের কারণেই দেশ আজ নিরাপদ। এমন কর্মীদের জাতীয় টিকা দিবসে স্যালুট।”
জাতীয় টিকা দিবস উপলক্ষে আজ থেকে সমস্ত সরকারি কোভিড টিকা কেন্দ্রে ১২-১৪ বছর বয়সী সকল সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে। এই বয়সের জন্য কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে কর্বেভ্যাক্স।