নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে ছোটরাও এবার সুরক্ষিত। দেশে শুরু হয়ে গিয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। বুধবার থেকেই ওই বয়সসীমার শিশুদের টিকা দেওয়া শুরু হয়েছে গোটা দেশে। একইসঙ্গে বুধবার থেকেই বয়স্কদেরও বুস্টার টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বুধবার সকালে টুইট করে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘সবাইকে ভ্যাকসিন বিনামূল্যে ভ্যাকসিন’ অভিযানের আওতায় ১২-১৪ বছর বয়সিদের কোভিড টিকাকরণ বুধবার থেকে শুরু হয়েছে।”
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “৬০ বছরের ঊর্ধ্বে সবাই বুধবার থেকেই প্রিকশন ডোজ নিতে পারবেন। আসুন সবাই মিলে একত্রে দেশকে সুরক্ষিত করি, ভ্যাকসিন নিই।” উল্লেখ্য, বড়দের টিকাকরণের জন্য ব্যবহৃত কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে না ১২-১৪ বছরের শিশুদের। বদলে কোরবেভ্যাক্স টিকা দেওয়া হচ্ছে এই ১২-১৪ বছর বয়সী শিশুদের। কোরবেভ্যাক্স হল তৃতীয় করোনা ভ্যাকসিন। এর আগে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ করিয়েছে কেন্দ্র।