শহিদ ভগত সিং নগর (পঞ্জাব), ১৬ মার্চ (হি.স.) : বুধবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টি (আপ) নেতা ভগবন্ত মান।
মানকে শপথবাক্য পাঠ করান পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত।
কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-র পৈতৃক গ্রাম খটকার কালানে শপথ গ্রহণের একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে একটি ভিডিও বার্তায় মান তার শপথ অনুষ্ঠানের জন্য রাজ্যের জনগণকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানে পুরুষদের ‘বাসন্তী (হলুদ)’ পাগড়ি এবং মহিলাদের হলুদ ‘দুপাট্টা (ওড়না)’ পরার আহ্বান জানান।
এবারের পঞ্জাব বিধানসভা নির্বাচনে ৯২টি আসন জিতে সরকার গঠন করতে চলেছে ভগবন্ত মান নেতৃত্বাধীন আপ সরকার।