আগামীকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সমস্ত সদস্য, জোট শরিকের বিধায়কদের সাথে নিয়ে থিয়েটারে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখবেন

আগরতলা, ১৫ মার্চ (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামীকাল থিয়েটারে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে যাবেন। তাঁর সাথে থাকবেন ত্রিপুরা মন্ত্রিসভার সমস্ত সদস্য, বিজেপি ও আইপিএফটি বিধায়কগণ, পুর নিগমের মেয়র এবং অন্য শীর্ষ নেতৃত্বরা। এদিকে, আজ ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্রের নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস থিয়েটারে মুক্তি পাওয়ার আগে থেকেই আলোড়ন ফেলে দিয়েছে। ইউটিউবে ওই চলচ্চিত্রের ট্রেইলার জনমনে দারুন সাড়া ফেলেছিল। থিয়েটারে চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে দারুন ব্যবসা করে চলেছে।

আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, টেলিফোনে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর সাথে কথা বলেছি এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-র মতো অসাধারণ চলচ্চিত্র নির্মাণের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। মুখ্যমন্ত্রী আরও লেখেন, বিবেক অগ্নিহোত্রী স্ত্রী পল্লবী যোশীকে সাথে নিয়ে ত্রিপুরা সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁকে সস্ত্রীক ত্রিপুরা সফর এবং এই অঞ্চলের সৌন্দর্য্য উপভোগ করার আমন্ত্রন জানিয়েছি।

এদিকে, মুখ্যমন্ত্রীর ওএসডি সঞ্জয় মিশ্র জানিয়েছেন, আগামীকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা মন্ত্রিসভার সমস্ত সদস্যদের সাথে নিয়ে থিয়েটারে ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র দেখবেন। তাঁর সাথে ওই চলচ্চিত্র উপভোগ করবেন বিজেপি ও আইপিএফটির সমস্ত বিধায়কগন, পুর নিগমের মেয়র এবং বিজেপির সমস্ত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।