আইপিএল-এর জন্য নতুন জার্সি উন্মোচন করল রাজস্থান রয়্যালস

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): আসন্ন আইপিএল-এর জন্য নতুন জার্সি উন্মোচন করল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাজস্থান আসন্ন আইপিএলের জন্য গাঢ় গোলাপী রঙয়ের জার্সি উন্মোচন করেছে ।

নতুন বছরে নতুন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ নিয়ে ২২ গজে মাঠে নামার আগেই নয়া রূপে ধরা দিল রাজস্থান রয়্যালস। বদলে গেল তাদের জার্সি রং, ডিজাইন সবটা। গত বারের তুলনায় এই বারের রাজস্থানের জার্সির আকাশ-পাতাল তফাৎ।এবারের জার্সিতে রয়েছে গাঢ় গোলাপীর ছোঁয়া। আগের জার্সিতে গোলাপীটা হাল্কা ছিল। আসলে এই জার্সিতে বিভিন্ন শেডসের গোলাপী রঙ রয়েছে। সঙ্গে হরাইজন্টাল স্ট্রাইপ। এ রকম ডিজাইন কিন্তু আগে ছিল না।

শুধু গোলাপী নয়, পরিবর্তনে এসেছে নীল রঙেও। গাঢ় পিঙ্কের সঙ্গে, গাঢ় নীলের কম্বিনেশনই রাখা হয়েছে। জার্সির কলার এবং হাতায় গাঢ় নীল রঙের ছোঁয়া। প্রিমিয়াম ড্রাই ফ্রুট ব্র্যান্ড হ্যাপিলো ফ্র্যাঞ্চাইজির টাইটেল স্পন্সর হওয়ায় এর লোগোটি জার্সির মাঝখানে রাখা হয়েছে। ডলার, জিও এবং রেড বুলের মতো অন্যান্য স্পনসরদের লোগোগুলিও জার্সিতে দেখা যাচ্ছে।

বেশ রোমাঞ্চকর একটি ভিডিয়োর মাধ্যমেও জার্সির উন্মোচন করা হয়েছে। সেই ভিডিয়োতে সঞ্জু স্যামসন এবং যুজবেন্দ্র চাহালদের দেখা গিয়েছে।

আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আইপিএলে রাজস্থান রয়্যালস রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে এ গ্রুপে। সঞ্জু স্যামসনের নেতৃত্ব নতুন দল নিয়ে, নতুন চ্যালেঞ্জ এ বার রাজস্থান রয়্যালসের।