নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে অসন্তোষ ব্যক্ত করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তাঁর প্রশ্ন, “হিজাব পরলে সমস্যা কী?” খুশি নন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার ওয়াইসি বলেছেন, “এই রায় (হিজাব বিবাদ) ধর্ম, সংস্কৃতি, মত প্রকাশ ও অনুচ্ছেদ ১৫-র মৌলিক অধিকার লঙ্ঘন করে। এই রায় মুসলিম মহিলাদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, তাঁদের টার্গেট করা হবে। আধুনিকতা ধর্মীয় রীতিনীতি পরিহার করার জন্য নয়। হিজাব পরলে সমস্যা কী?”
হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ে খুশি নন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মেহবুবা মুফতি বলেছেন, “অত্যন্ত হতাশাজনক রায়। একদিকে আমরা মেয়েদের অধিকার এবং তাঁদের ক্ষমতায়নের বড় বড় দাবি করছি এবং অন্যদিকে আমরা তাঁদের যা খুশি তা পরার অধিকারও দিই না।” উল্লেখ্য, মঙ্গলবার রায়দানের সময় কর্নাটক হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, হিজাব পরা ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকে চ্যালেঞ্জ করে যে সমস্ত আবেদন জমা পড়েছিল সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট।

