Volodymyr Zelensky: ন্যাটো ভূখণ্ডে রুশ মিসাইল আছড়ে পড়া সময়ের অপেক্ষা : জেলেনস্কি

কিয়েভ, ১৪ মার্চ (হি.স.): ন্যাটোর কাছে ফের ‘নো ফ্লাই জোন’-এর দাবি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ভার্চুয়ালি বিশ্বের উদ্দেশে বার্তা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি, তিনি বলেন, ‘আমি আবারও বলছি, যদি ইউক্রেনের আকাশপথ বন্ধ না করা হয় তাহলে ন্যাটো ভূখণ্ডে রুশ মিসাইল আছড়ে পড়া সময়ের অপেক্ষা। ন্যাটোর নাগরিকদের বাড়িতে বোমা পড়বে।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমি আগেই ন্যাটোকে সতর্ক করেছিলাম, আগেই নিষেধাজ্ঞা জারি না করলে হামলা চালাবে রাশিয়া। নর্ড স্ট্রিম ২ পাইপ লাইনটিকে অস্ত্রের মতো ব্যবহার করবে তারা।’

প্রসঙ্গত, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযান সোমবার ১৯ তম দিনে পড়ল। এদিকে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। বহু শরণার্থী ইউক্রেন ছেড়ে আশ্রয় নিচ্ছেন অন্যত্র। কয়েকদিন আগেও ন্যাটো জোটের কাছে ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার আবেদন জানিয়েছিলেন জেলেনস্কি। তবে সেই আবেদন খারিজ করে দেয় ন্যাটো। কিয়েভের শত আর্তি সত্বেও সরাসরি যুদ্ধে জড়াতে বা সেনা পাঠাতে নারাজ আমেরিকা ও ন্যাটো। এহেন পরিস্থিতিতে ন্যাটো গোষ্ঠীর কাছে আবারও ‘নো ফ্লাই জোনে’র আর্জি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *