পরিবারে অশান্তি, গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা স্বামীর

আগরতলা, ১৪ মার্চ : রাজধানী আগরতলা শহর সংলগ্ন পূর্ব চাঁদমারি এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জের ধরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। অগ্নিদগ্ধ স্বামী নিতাই পাল বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা গেছে, নিতাই পাল তার স্ত্রীকে সন্দেহের চোখে দেখতেন। পরপুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে প্রায়ই অভিযোগ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম মতভেদ দেখা দেয়। এর জের ধরেই সোমবার সকালে নিতাই পাল গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।অগ্নিদগ্ধ নিতাই পালের এক নিকট আত্মীয় জানিয়েছেন, তাদের একটি পুত্র সন্তান রয়েছে। সাত বছর আগে মোহনপুরে সামাজিক প্রথা বিয়ে করেছিল নিতাই পাল। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের পারিবারিক সম্পর্কে মতভেদ দেখা দেয়। সোমবার সকালে সেই মতভেদ চরম আকার ধারণ করলে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডার জেরেই নিতাই পাল গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।