Nirmala Sitharaman : আজ লোকসভায় জম্মু ও কাশ্মীরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার লোকসভায় ২০২২-২৩ আর্থিক বছরের জন্য কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের জন্য বাজেট পেশ করলেন।

বাজেটের পাশাপাশি তিনি এদিন সংসদের নিম্নকক্ষে জম্মু ও কাশ্মীরের জন্য অনুদানের দাবি এবং অতিরিক্ত অনুদানের দাবিও পেশ করেছেন। জম্মু ও কাশ্মীরে বর্তমানে কোনো আইনসভা না থাকায় কেন্দ্রশাসিত অঞ্চলের বার্ষিক বাজেট সংসদে পেশ ও অনুমোদন করা প্রয়োজন। বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ ৮ এপ্রিল শেষ হবে। বাজেট অধিবেশনের প্রথমার্ধ ৩১ জানুয়ারি শুরু হয়েছিল এবং ১১ ফেব্রুয়ারি শেষ হয়েছিল।