কলকাতা, ১১ মার্চ (হি. স.) : অতিমারী পরিস্থিতিতেও রাজ্যের আয় বেড়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজস্ব আদায় বেড়েছে ৩.৭৬ গুন বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা’, শুক্রবার রাজ্য বাজেটে ঘোষণা করেন মমতা।
কেন্দ্রের প্রকল্পের নাম পাল্টে মমতা নিজের প্রকল্প বলে চালাচ্ছেন, এমন অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাঁদেরও একহাত নেন মমতা। বলেন, ‘‘একমাত্র বাংলা পেনশন দেয়। বিজেপির নেতাদের জানতে হবে। সোফায় বসে জ্ঞান দেয়। বিজেপি-র কোনও রাজ্য পেনশন দেয় না। চোরের মায়ের বড়বড় কথা।’’ মমতা আরও বলেন, ‘‘আবার বলছে, গ্যাস-পেট্রোলের দাম বাড়বে। ইকোনমি ফেল করেছে। মানুষের হাতে পয়সা নেই। আমরা মানুষের হাতে পয়সা পৌঁছে দিচ্ছি।’’
বাজেট খাতে বরাদ্দ ঘোষণা করতে গিয়ে মমতা এ দিন জানান, এ বার রাজ্যের বাজেট বরাদ্দ ৮ গুণ বেড়েছে। রাজস্ব আদায় বেড়েছে ৩.৭৬ গুণ। সামাজিক পরিষেবা ক্ষেত্রে ১০.৭ গুণ বরাদ্দ বাড়িয়ে ৭৩ হাজার ৪৪১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষি পরিকাঠামোতে বরাদ্দ বেড়েছে ১১.৩ গুণ। সেখানে ৩৪ হাজার ১৩০ কোটি টাকার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে ৬ গুণ বরাদ্দ হয়েছে বলে জানান তিনি। সেখানে ১০ হাজার ৪২২ কোটি টাকার প্রস্তাব দেন। মমতা জানান, গোটা রাজ্য জুড়ে তাজপুর, দেউচা পাঁচামি, অশোকনগরের ওএনজিসি প্রকল্প মিলিয়ে রাজ্যে কয়েক কোটির কর্মসংস্থান তৈরি করা হবে।
এ ছাড়াও বাজেটে বরাদ্দের যে প্রস্তাব দিয়েছেন মমতা, তা হল—
• নারী ও শিশুকল্যাণ ১৭ দশমিক ৫ গুণ বেড়েছে বরাদ্দ
• পিছিয়ে পড়া, আদিবাসী অনগ্রসর উন্নয়ে ৬ দশমিক ৭ গুণ বেড়েছে বরাদ্দ
• লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ কোটি মানুষ সুবিধা পাচ্ছেন, বরাদ্দ ১০ হাজার কোটি টাকা
• খাদ্যসাথী প্রকল্পে ১০ কোটি মানুষ সুবিধা পাচ্ছেন
• শিক্ষাশ্রী প্রকল্পে ১ কোটি সাড়ে ৪ লক্ষ স্কলারশিপ
• ১ লক্ষ ৫৭ হাজারের বেশি জাতি শংসাপত্র দেওয়া হয়েছে
• কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন ৭৭ লক্ষ
• রূপশ্রী প্রকল্পে ১০ হাজার টাকা পেয়েছেন ১১ লক্ষের বেশি।