Devandra fadnavis: শিবসেনা ও এনসিপি-কে খোঁচা ফড়নবীশের, বললেন নোটার থেকে কম ভোট তাঁদের

মুম্বই, ১১ মার্চ (হি.স.): শিবসেনা ও এমসিপি-কে একযোগে বিঁধলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। বললেন, বিজেপি নয়, গোয়ায় শিবসেনার লড়াই তো নোটার বিরুদ্ধে, এনসিপি ও শিবসেনার ভোট নোটার থেকেও কম। গোয়া বিধানসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ২০টি আসনে জয়লাভ করেছে বিজেপি। একটিও আসনে জিততে পারেনি শিবসেনা ও এনসিপি। শিবসেনার প্রাপ্ত ভোট ০.১৮ শতাংশ ও এনসিপি-র ১.১৪ শতাংশ। এই ফল নিয়েই শুক্রবার শিবসেনা ও এনসিপি-র বিরুদ্ধে তোপ দাগলেন ফড়নবীশ।

গোয়া বিধানসভা নির্বাচনে বিশেষ দায়িত্বে ছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। এদিন মহারাষ্ট্র বিধানসভার বাইরে ফড়নবীশকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বক্তব্য রাখার সময় ফড়নবীশ বলেছেন, “সেনার অর্থ বিজেপি সেনা, শিবসেনা নয়। বিজেপি নয়, তাঁদের লড়াই ছিল নোটার সঙ্গে (গোয়ায়), এনসিপি ও শিবসেনার ভোট নোটার থেকেও কম….যাঁরা বলতেন প্রমোদ সাওয়ান্তকে ক্ষমতাচ্যুত করবেন তাঁরা নিজেরাই হেরে গিয়েছেন।”