নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার মামলায় দিল্লি হাইকোর্ট শুক্রবার ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলের জামিনের আবেদন খারিজ করল। চপার কেলেঙ্কারির তদন্তে রয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শুক্রবার বিচারপতি মনোজ কুমার ওহরির বেঞ্চ এই মামলায় তাকে জামিন দিতে অস্বীকার করে। তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ভিভিআইপি হেলিকপ্টার মামলায় মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলের দায়ের করা জামিনের আবেদনের বিরোধিতা করে। এর আগে সিবিআই এই আবেদনের বিরোধিতা করে বলে, “তাকে জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন ঘটবে এবং আমরা আশঙ্কা করছি যে ব্রিটিশ সরকার যেভাবে তাকে সাহায্য করছে, তাও ক্ষতি হতে পারে। আর যদি তাকে পাসপোর্ট দেওয়া হয়, তবে সে পালিয়ে যেতে পারে এবং কখনো ফিরে আসবে না।
অ্যাডভোকেট আলজো কে জোসেফ ক্রিশ্চিয়ান মিশেলের পক্ষে উপস্থিত হয়ে বলেন, মামলার অন্য সমস্ত অভিযুক্ত ৬০দিনের মধ্যে জামিন পেয়েছিলেন এবং আমার মক্কেল একমাত্র ব্যক্তি যাকে জামিন দেওয়া হয়নি এবং অবসাদে ভুগছেন।
অ্যাডভোকেট জোসেফ আরও যুক্তি, ২১৮ জন সাক্ষী, ১০৫৯ নথি, ২০১৮ সালে প্রথম চার্জশিট এবং নয় বছরের তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। প্রত্যর্পণের প্রক্রিয়া চলাকালীন মক্কেলকে দুবাই কারাগারে দুই মাস আটকে রাখা হয়েছিল। তিন বছর দুই মাস ভারতের জেলে রয়েছে।