বৈঠক : বিভিন্ন পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পশ্চিম জেলা পরিষদে বৈঠক

আগরতলা, ১০ মার্চ : আগরতলায় অফিস লেনে পশ্চিম জেলার জেলা পরিষদ কার্যালয়ে জেলা সভাধিপতির পৌরহিত্যে জেলা এলাকার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য জন প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলা পরিষদ এলাকার বিভিন্ন পঞ্চায়েত এলাকার উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। পঞ্চায়েত এলাকা গুলোতে কিভাবে উন্নয়নের পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করা যায় সে বিষয়ে মতবিনিময় করা হয়েছে।

বৈঠককালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাধিপতি অন্তরা সরকার বলেন, পঞ্চায়েত এলাকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত মত বিনিময় করা হয়েছে। পঞ্চায়েত এলাকায় সরকারের উন্নয়নমুখী কর্মসূচি যাতে দ্রুত পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত গুলি কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।

তাঁর দাবি, বিগত দিনগুলিতে যেসব কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেগুলির বাস্তবায়ন কতটা সফল হয়েছে এবং কাজের অগ্রগতি বাকি সবকিছু এই বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। যেসব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি সেগুলি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে প্রধান উপপ্রধান পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বৈঠক থেকে জেলা সভাধিপতি আহ্বান জানিয়েছেন। জেলা পরিষদের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পঞ্চায়েত এলাকায় বসবাসকারী জনগণ সহ রাজনৈতিক মহল।