কলকাতা, ১০ মার্চ (হি. স.) : বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে আম আদমি পার্টি। এ রাজ্যের প্রায় ১৫ থেকে ১৬টি জেলায় আম আদমি পার্টি ইতিমধ্যেই তাঁদের সংগঠন মজবুত করে ফেলেছে বলে দাবি করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু
বৃহস্পতিবার এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ” দিল্লি মডেল প্রতিষ্ঠিত করতে পেরেছি। নাটকীয় পরিবর্তন হবে এবার। আজ পঞ্জাবে যা হয়েছিল, তার বীজ বপন করা হয়েছিল গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। সই সংগ্রহ করা হয়েছিল। সদস্য বাড়াতে ক্যাম্পেন চালানো হয়েছিল। এবার একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। আমরা রাষ্ট্রীয় নির্মাণ অভিযান করব।” তিনি আরও বলেন, ”আগামী ১০ দিনের মধ্যে বাংলা একটি রূপরেখা তৈরি হবে। আরও ঝাঁঝালো ভূমিকা নেওয়া হবে বাংলায়।”
আপের হাওড়া জেলার অধ্যক্ষ অর্ণব মৈত্র বলেন, ”বাংলায় এখন আমাদের পার্টি পুরোদমে সংগঠন গড়ে তুলেছে। প্রত্যেক জেলাতেই কাজ হচ্ছে। ইতিমধ্যেই ১৫ থেকে ১৬টি জেলায় আমাদের কমিটি গঠন করা হয়ে গিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই বাকি জেলাতেও সংগঠন মজবুত করার কাজ শুরু হয়ে যাবে।”

