BJP : অসমের মাজুলি বিধানসভা উপ-নির্বাচনে জয়ী বিজেপির ভূবন গাম

মাজুলি (অসম), ১০ মার্চ (হি.স.) : তফশিলি জনজাতি সংরক্ষিত ৯৯ নম্বর মাজুলি বিধানসভা উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিজেপির ভূবন গাম। নির্বাচন দফতর ভোটগণনার সর্বশেষ ফলাফল জানিয়ে বলেছে, বিজেপি প্রার্থী ভূবন গাম পেয়েছেন মোট ৬৭,২৪২টি ভোট। শতাংশের হার ৬৯.৮৬। বিজেপি প্রার্থী ভূবনের নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম জাতীয় পরিষদের প্রার্থী চিত্তরঞ্জন বসুমতারি পেয়েছেন ২৫,১০১টি এবং তৃতীয় প্রার্থী সোশালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া-কমিউনিস্ট (এসইউসিআই-ক)-এর ভাইটি রিশঙের ঝুলিতে গেছে ২,২৬৫টি ভোট। শতাংশের হার যথাক্রমে ২৬.০৮ এবং ২.৩৫। এছাড়া নোটায় ভোট পড়েছে ১,৬৪২। ১.১০ শতাংশ।


কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ঠিক আটটা থেকে শুরু হয়েছিল তফশিলি জনজাতি সংরক্ষিত ৯৯ নম্বর মাজুলি বিধানসভা উপ-নির্বাচনের ভোটগণনা। ভোটগণনা হয়েছে মাজুলির জেলাশাসকের কার্যালয় চত্বরে।
মাজুলি বিধানসভা উপ-নির্বাচনের ভোটগণনা পর্ব নির্বিঘ্নে ও শান্তিতে সম্পন্ন করতে প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিল। ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নির্ধারিত সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হয়। অবাধ ও সর্বাত্মক ভোট প্রক্রিয়া সমাধা করতে গণনাকেন্দ্ৰে সেন্ট্ৰাল আৰ্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)-এর পাশাপাশি রাজ্যের সশস্ত্র পুলিশবাহিনীও নিয়োগ করেছিল প্রশাসন। প্রতিটি গণনাকক্ষে কোভিড নির্দেশিকা মানা হয়েছে।


গত ৭ মার্চ কোনও ধরনের বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূৰ্ণভাবে ২০৩টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰে সম্পন্ন হয়েছিল তফশিলি জনজাতি সংরক্ষিত ৯৯ নম্বর মাজুলি বিধানসভা উপ-নির্বাচনের ভোট পৰ্ব। নির্বাচন দফতর সূত্রের খবর, উপ-নিৰ্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭১.৭৬ শতাংশ।


প্রসঙ্গত, ১,৩৩,২২৭ জনের মধ্যে পোস্টাল ভোটার (৬৫০) সহ মোট ৯৬,২৫০ জন ভোটার উপ-নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।


এখানে উল্লেখ করা যেতে পারে, ২১-এর বিধানসভা নির্বাচনে ৭১,৪৩৬টি ভোট পেয়ে মাজুলি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি কংগ্রেসের রাজীবলোচন পেগুকে ৪৩,১৯২ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। কিন্তু তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে গত বছরের (২০২১) ১৭ সেপ্টেম্বর বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য (সাংসদ) হিসেবে নিৰ্বাচিত হন তিনি। এর পরের দিন ১৮ সেপ্টেম্বর মাজুলির বিধায়ক পদ থেকে ইস্তফা দেন অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের মন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল। মাজুলি থেকে পর পর দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সর্বানন্দ। প্রথমে ২০১৬ সালে তাঁর নেতৃত্বে অসমে সরকার গঠন করেছিল বিজেপি জোট।