পানাজি ও নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): গোয়ায় দাপট দেখাতে না পারলেও, ৪০টি আসনের মধ্যে দু’টি আসনে জয়লাভ করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। দু’টি আসনে জিতেও অত্যন্ত খুশি আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, এটাই গোয়ায় সৎ রাজনীতির সূচনা। কেজরিওয়াল টুইট করে জানিয়েছেন, গোয়ায় দু’টি আসনে জয়ী হয়েছে আপ। ক্যাপ্টেন ভেঞ্জি এবং এর ক্রুজকে অভিনন্দন ও শুভেচ্ছা।
গোয়া বিধানসভা নির্বাচনে এই প্রথমবার পূর্ণ শক্তি দিয়ে লড়াই করেছে আম আদমি পার্টি। গোয়ায় এবার লড়াই করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও। কিন্তু, তৃনমূলের শিঁকে ছেড়েনি। গোয়ায় মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। গোয়ার জনগণ বিজেপির ওপরেই আস্থা রেখেছেন।

