নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস-সহ সমস্ত রাজনৈতিক দল। বৃহস্পতিবার, ১০ মার্চ উত্তর প্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর-দেশের এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে ইভিএম, বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোটগণনার প্রক্রিয়া। কোন রাজ্যে কোন রাজনৈতিক দলের দখলে যেতে চলেছে তা বৃহস্পতিবারই জানা যাবে।
উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর বিজেপির দখলে রয়েছে, পঞ্জাবে শাসন করেছে কংগ্রেস। প্রতিটি দলই জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী। উত্তর প্রদেশে এবার লড়াই হয়েছে মূলত চতুর্মুখী। বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির মধ্যে। গোয়ায় লড়াই হয়েছে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টির মধ্যে, লড়াইয়ে ছিল তৃণমূল কংগ্রেসও। পঞ্জাবে এবার জোরদার টক্কর হয়েছে বিজেপি জোট, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। উত্তরাখণ্ডে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে লড়াই হয়েছে বিজেপি, কংগ্রেস জোট ও এনপিপি এবং এনপিএফ-এর মধ্যে।
উত্তর প্রদেশে মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০৩, পঞ্জাবে মোট আসন ১১৭, গোয়ায় ৪০টি আসন, উত্তরাখণ্ডে মোট আসন ৭০ এবং মণিপুরে মোট আসনের সংখ্যা ৬০। এই মুহূর্তে কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে ইভিএম, উদ্বেগ ও উৎকণ্ঠায় সমস্ত রাজনৈতিক দল। প্রতিটি দলই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, পাঁচ রাজ্যে ভোটের ফল কী হবে তা জানা যাবে বৃহস্পতিবারই।