আগরতলা, ৯ মার্চ : ওএনজিসি সংলগ্ন এলাকার একটি বাড়িতে নির্মাণ কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গিয়ে এক শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছে। আহত শ্রমিকের নাম আব্দুল মান্নান। তার বাড়ি অসমের শিলচরে। আহত নির্মাণ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সূত্রে জানা গেছে, ওই শ্রমিক ওএনজিসি সংলগ্ন এলাকার একটি বাড়িতে বেশ কিছুদিন ধরেই নির্মাণ কাজ করছিল। অন্যান্য দিনের মতো বুধবারও কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যায়। তাতে সে গুরুতর ভাবে আহত হয়। সঙ্গে সঙ্গেই অন্যান্য শ্রমিকরা ঘটনা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায় হাসপাতালে।