Death : গর্তের জলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিলোনীয়া, ৮ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার চিত্তামারার বসুন্ধরা ইটভাটায় গর্তের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশুর।

ঘটনার বিবরণে জানা গেছে, বিহারের শ্রমিকরা ইট ভাটায় কাজ করতে এসেছেন। হঠাৎ তাদের নজর এড়িয়ে পাশের একটি গর্তে পড়ে যায় দু বছরের শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে  শিশুটিকে গর্তের জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি ।হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যু সংবাদে পরিবারের লোকজনরা অসহায় হয়ে পড়েছেন।

উল্লেখ্য গত কিছুদিন আগেও ইটভাটার এক শ্রমিক সন্তানের জলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বহিঃরাজ্যের শ্রমিকরা এ রাজ্যে কাজের সন্ধানে এসে এ ধরনের মর্মান্তিক ঘটনার সম্মুখীন হওয়া শ্রমিক পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া বিরাজ করছে।